Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জের বিপদজনক ব্রিজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২১ ১৪:১১:৫৪

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সংস্কারের অভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর মহাসড়কের বেইলি ব্রিজটি বিপদজনক হয়ে উঠেছে।

এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে লাশের সংখ্যাও।

সিলেট-মৌলভীবাজারের যোগাযোগে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে প্রতিদিন হাজারও যানবাহন চলাচল করে। ফেঞ্চুগঞ্জের ফরিদপুর এলাকার এ ব্রিজের স্টিলের পাটাতন ধসে গেছে। জোড়াতালি দিয়েই তা  সচল রাখা হয়েছে। কিন্তু ব্রিজের পাটাতন বিপদজনক ও ওঠানামার পথ এবড়ো-থেবড়ো হওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।

অনুসন্ধানে জানা যায়, গত ১ বছরে এখানে বিভিন্ন ধরণের যানবাহন দুর্ঘটনায় প্রান হারিয়েছেন কমপক্ষে ৭ জন।

আর আহত হয়েছেন অনেকে। ১৮ জুন এক প্রবাসীর প্রাইভেট কার এ ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান ১ জন।

কিন্তু সড়ক ও জনপথ বিভাগের দায়সারা 'বিপদজনক' সাইনবোর্ড লাগানো ছাড়া কোন সংস্কার কাজ হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ চালকদের।  কয়েকমাস আগে বিপদজনক ব্রিজ নিয়ে সংবাদ প্রচার হলে সিলেটের সাবেক জেলা প্রশাসক রাহাত আনোয়ার  পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও বাস্তবে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি।

স্থানীয় চালকরা বলেন, দ্রুত এ ব্রিজটি মেরামতের উদ্যোগ না নিলে তারা আন্দোলনে যাবেন।

এ ব্যাপারে  সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা নুরুল মজিদ জানান, ব্রিজটি মেরামতে পদক্ষেপ গ্রহন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুন ২০১৮/এফইউ/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.