আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

অব.কাস্টমস সুপার রওশন আলমের মৃত্যু শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২১ ১৪:৩৪:৩৭

সিলেট :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বেতাউকা নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আমিজ চৌধুরীর জৈষ্ঠ্য পুত্র অবসরপ্রাপ্ত কাস্টমস সুপার রওশন আলম চৌধুরী (কাপ্তান মিয়া) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাইজউন)।

মঙ্গলবার সন্ধ্যায় তার জামাতা ডা. আজিজুর রহমানের হাউজিং স্টেইটস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ২ ভাই, ২ বোন, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বুধবার বাদ জোহর দরগাহ হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে দরগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি ১৯৫৮ সালে চাকরিতে যোগদান করেন। সিলেট, চট্টগ্রাম সিপোর্টসহ দেশের বিভিন্ন স্থানে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে কাস্টমস সুপার হিসাবে অবসরে গ্রহণ করেন। উল্লেখ্য, মরহুম রওশন আলম চৌধুরী সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার চাচা।

এদিকে, রওশন আলমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি লে. কর্নেল আতাউর রহমান পীর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আহবাব খান, বাংলাদেশ দুর্নীতি মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহান, মহানগর কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম কয়েস, জগন্নাথপুর সমিতির সভাপতি অধ্যক্ষ সৈয়দ মহাদ্দিস আহমদ, সাধারণ সম্পাদব রফিকুল ইসলাম খসরু, বেকা সিলেট ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক বিভাষ রায়।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাহফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুন ২০১৮/প্রেবি/এক


@

শেয়ার করুন

আপনার মতামত দিন