আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাস্তাঘাট, নদীভাঙন ও রেলপথ নিয়ে সংসদে দাবি জানালেন এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২২ ১৭:১৪:৪৯

ছাতক প্রতিনিধি :: জাতীয় সংসদে ২০১৮/১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ছাতক দোয়ারাবাজারের গ্রামীণ রাস্তাঘাট, ঝুঁকিপূর্ন ব্রীজ, কালভার্ট সংস্কারের উন্নয়ন ও রক্ষনাবেক্ষন, ছাতক-দোয়ারাবাজারের ভয়াবহ নদীভাঙন রোধে পর্যাপ্ত বরাদ্দ ও ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ সংযোগ করে ঢাকাসহ সারা দেশের সঙ্গে ছাতক যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য দাবি জানিয়েছেন।

এছাড়া গতবছর অকাল বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হাওরাঞ্চলের কৃষকদের পুরো এক বছর নগদ টাকাসহ খাদ্য সামগ্রী বিতরণ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এসময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কটি প্রশস্তকরনসহ মহাসড়কে উন্নীত করার দাবী জানান।

সাংসদ তার বক্তব্যে ছাতক সিমেন্ট কারখানাকে ও প্রতিযোগিতামূলক বাজারে সরকারি এই প্রতিষ্ঠান যাতে ঠিকে থাকতে পারে এজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পাতবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মন্ত্রী ও সাংসদরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুন ২০১৮/এমএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন