আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ওসমানীনগরে বন্যার্তদের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২২ ২১:৩৬:৩১

রনিক পাল,ওসমানীনগর প্রতিনিধি :: 'মানবতার ডাকে আমরা' এই শ্লেগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানো সকল ধর্মেরই  চিরকালীন শিক্ষা। প্রাকৃতিক দুর্যোগ আমাদের এলাকার নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাই জাতিগত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আর্ত মানবতার সেবায় কাজ করতে হবে। তাহলেই বন্যা,জলোচ্ছ¡াসসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ আমরা সহজেই মোকাবেলা করতে পারবো। বন্যায় আক্রান্ত অসহায় মানুষদের সেবায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দরা।

গতকাল শুক্রবার বিকালে উপজেলার সাদিরপুর ইউনিয়নের কয়েক শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। বিতরণকৃত বন্যাদূর্গত গ্রামগুলো হলো, পূর্ব ও পশ্চিম সুন্দিকলা, সাদিপুর, হাতালিপাড়া, উত্তর সম্মানপুর, চাতলপাড়, মোকামহাটি, লামা গাভুরটিকি। এসময় উপজেলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ওসমানীনগরের সভাপতি সত্যেন্দ্র দেব, সাধারণ সম্পাদক চয়ন পাল, পূজাঁ উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডিকে জয়ন্ত। উক্ত ত্রাণ বিতরণ কালে ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দর মধ্যে  উপস্থিত ছিলেন, রতিশ সূত্রধর, ডা: নিরঞ্জন সূত্রধর, নিধির রঞ্জন সূত্রধর, উত্তম দত্ত, সত্যেন্দ্র সূত্রধর,কাঞ্জন দেব, শিবু দেব, নিখিল রঞ্জন দাশ, সশিল রঞ্জন দেবনাথ, তরুণ দেব, সুব্রত দেব,নির্মল কান্তি দেব, অজিত পাল, রিপন নাগ, মনুজ দাস,নান্টু দেব,সুদিপ দেব, সমিরণ বন্থি, পাপ্পু বন্থি,লিটন দেব, ছানা দেব, কৃষ্ণ পদ রায়, সঞ্জয় প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুন ২০১৮/আরপি/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন