Sylhet View 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল টিম ও ঔষধ পাঠালো ওসমানি হাসপাতাল কর্তৃপক্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৩ ১৪:৩২:৫১

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শনিবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ও এক লক্ষ বিশ হাজার টাকার ঔষধ পাঠানো হয়।

এসময়  উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী  মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, উপ-পরিচালক  ডা. দেরপদ রায়, সিনিয়র  ষ্টোর অফিসার ডা. স্বাধীন কুমার দাস, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নাঈম মুহাম্মদ, সিলেট জর্জ কোর্টের এ্যাডভোকেট মঞ্জুরুল হক, সেবা তত্বাবধায়ক  শিউলী আক্তার, উপ-সেবা তত্বাবধায়ক ইলা রাণী দেব, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান,নার্সিং সুপারভাইজার ও বিএনএ উপদেষ্টা পরিমল বনিক, নার্সিং কর্মকর্তা শামীমা নাছরিন, বি এন এর সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, কোষাধক্ষ্য নিলুফা ইয়াসমিন, যুগ্ম সাধারন সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. নাজির আলম, দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ তপাদার, সদস্য সাব্বির আহমদ তপাদার, সামির চন্দ্র দাস, আউলাদ হোসেন মাসুম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৩জুন২০১৮/প্রেবি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.