আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় কৃষকদের প্রযুক্তি শেয়ারিং কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৩ ১৯:৪৫:৫৬

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষকদের প্রযুক্তি শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে ১০টি কৃষক সমিতির শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

ইউনিয়ন কৃষি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য ছওয়াব আলী, সাবেক ইউপি সদস্য রাজিয়া খানম পিয়ারা, সফল কৃষক ছমির উদ্দিন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল, রিয়াজুন বেগম, মদন সাহা, কামাল হোসেন প্রমুখ।    

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুন ২০১৮/এজেএল/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন