আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট পুলিশ-ছাত্রদল সংঘর্ষ নিয়ে যা বললেন খন্দকার মুক্তাদির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৪ ০০:২২:১১

সিলেট :: সিলেট নগরীতে শনিবার বিকালে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির নিজের মন্তব্য জানিয়েছেন। তিনি শনিবার সন্ধ্যায় জানানো এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন পুলিশের হামলায় অন্তত ত্রিশ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৩০/৪০ জন নেতাকর্মীকে। দুই হাজারেরও বেশি নেতাকর্মীর উপর নির্বিচারে টিয়ার গ্যাস ও রাবার বুলেট চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। আকস্মিকভাবে এ হামলা চালিয়েছে পুলিশ এমন দাবিও করেছেন বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা।

তিনি বলেন- ‘ছাত্রদল সিলেট জেলা ও মহানগর আমাদের নেত্রীর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল কর্মসূচী পালনকালে আকস্মিকভাবে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালায়। দুই সহস্রাধিক ছাত্রদল কর্মীদের উপর নির্বিচার টিয়ার গ্যাস এবং রাবার বুলেট দিয়ে আক্রমণের ফলে শতাধিক আহত এবং তিরিশজন বুলেটবিদ্ধ হয়। হামলার আগে ও পরে ত্রিশ/ চল্লিশজনকে গ্রেফতার করা হয়।’

খন্দকার আবদুল মুক্তাদিরের বাসভবনেও পুলিশ টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করে বলে দাবি করে তিনি বলেন, কাজীরবাজারস্থ আমার নিজ বাসা যেখানে নারী এবং শিশুরাও থাকে সেখানে অনবরত টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করা হয়। আমার কোন নিন্দা নেই, প্রতিবাদও নেই। কারণ ন্যায় অন্যায় বোঝার মত বোধশক্তি আল্লাহ এই ক্ষমতাসীন দল এবং এদের আজ্ঞাবহদের দেননি। অহংবোধ এদেরকে অমানুষে পরিণত করেছে। এরা নিশ্চিত যে কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। নমরুদ, ফেরাউনদের আল্লাহ রাব্বুল আলামীন চিরজীবী করেননি। তাদের বংশধরদের সময় কতটুকু বাকী অনাগত দিনে সেটি জানা যাবে।’

ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের হামলার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘হামলা-নির্যাতনের পর সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের অকুতোভয় কর্মীরা চারটি বিশাল মিছিল করে প্রতিবাদ জানায়। যারা আহত এবং গ্রেফতার হয়েছে তাদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা এবং কর্মসূচীতে অংশগ্রহণকারী ছাত্রদল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা।’

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ জুন ২০১৮/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন