আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বাহুবলে চা শ্রমিক নির্বাচনে ভোটগ্রহন চলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৪ ১১:০৬:৫২

সিলেট :: হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহন। ভোট গ্রহন শুরু হওয়ার সাথে সাথেই নারী পরুষ ভোটারদের লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রিয় নেতাকে নির্বাচিত করতে সকাল ৮টা বাজার আগেই ভোটাররা ভোটকেন্দ্রে চলে এসেছে। নারী পুরুষ সমান তালে ভোটাদিকার প্রদান করছেন। বাগানগুলিতে যেন এক উৎসববের আমেজ বইছে।

সকাল ১০টায় উপজেলার রশিপুর চা বাগানের রশিদপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬৫২ ভোটারের মধ্যে ২৭৪ ভোট পড়েছে। দুটি বুথে রশিদপুর বাগানে ২০৪ ও শিথলা ছড়াতে ৭০ ভোট কাস্ট হয়েছে।

দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মনতাজুর রহমান জানান, আমাদের ভোট কাস্ট হয়েছে প্রায় ৩৫ পার্সেন্ট।

কামাইছড়া ফাঁড়ি বাগান, আমতলি চা বাগান, ফয়জাবাদ কোয়ার্টার ফাড়ি বাগান ঘুরে সকাল ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোন কেন্দ্র দখল বা জাল ভোটের অভিযোগ পাওয়া যায়নি। সুন্দরভাবেই চলছিল ভোটগ্রহন।

সহকারী রিটার্নিং অফিসার জসিম উদ্দিন বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহন।

রোববার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

উপজেলার ১১টি চা বাগানে ৩ হাজার ৫শত ৭৩ জন চা শ্রমিক নেতা নির্বাচন করতে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮শত ৩০ জন ও নারী ভোটার ১ হাজার ৭শত ৪৩ জন।

প্রতিটি বাগানে একটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১১টি চা বাগানে ১৫টি বুথ রয়েছে।

নির্বাচিত চা বাগান গুলি হল, দক্ষিন রামপুর ফাড়ি চা বাগান, রশিদপুর চা বাগান, বৃন্দাবন চা বাগান, মধুপুর চা বাগান, ফয়জাবাদ চা বাগান, ফয়জাবাদ নতুন কোয়ার্টার চা বাগান, আমতলী চা বাগান, শিতলাছড়া চা বাগান, বালুছড়া চা বাগান, কামাইছড়া চা বাগান, রামপুর চা বাগান।

এর মধ্যে রশিদপুর চা বাগান, মধুপুর চা বাগান, বৃন্দাবন চা বাগান ও ফয়জাবাদ ফাড়ি চা বাগানে দুইটি করে বুথ রয়েছে।

প্রতিটি চা বাগানে একজন করে প্যানেল সভাপতি নির্বাচিত করা হবে। উক্ত পদে পদে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগান পঞ্চায়েতের এ নির্বাচনে সার্বিক দায়িত্বে নিয়োজিত বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জসীম উদ্দিন জানান, উপজেলার ১১টি চা বাগানে প্যানেল সভাপতি পদে নির্ধারিত প্রতীকে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোট ভোটার সংখ্যা ৩৫৭৩ জন। ১১টি ভোট কেন্দ্র ভোট গ্রহনের জন্য ১৫টি বুথ রয়েছে।

তিনি আরো জানান, নির্বাচনে দায়িত্বে থাকবেন ১১জন প্রিজাইটিং অফিসার ১৫জন পোলিং অফিসার ১৫জন সহকারী পোলিং অফিসার, ৪৪ জন পুলিশ, ১১জন প্লাটুন কমান্ডার এবং ৩৩জন আনসার।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৮/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন