Sylhet View 24 PRINT

কামরান-আরিফের ‘সৌভাগ্য’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ০০:১৪:৩৯

রফিকুল ইসলাম কামাল :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এবারই তাদের প্রথম নির্বাচন নয়। মেয়র পদে কামরানের এটা টানা চতুর্থ নির্বাচন, টানা দ্বিতীয় নির্বাচন আরিফের। এর আগে কামরান পৌরসভার চেয়ারম্যান পদে এবং আরিফ কাউন্সিলর পদে নির্বাচন করেছেন।

কিন্তু অন্য সব নির্বাচন থেকে এবারের নির্বাচন কামরান ও আরিফের জন্য একটু হলেও আলাদা। এবারই যে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে লড়ছেন তারা!

সিলেট সিটি নির্বাচন এবারই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনে দলীয় প্রতীক নৌকা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন।

কামরান ও আরিফ নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে লড়ার বিষয়টিকে ‘সৌভাগ্য’ হিসেবে দেখছেন। তারা বলছেন, অতীতে একাধিকবার নির্বাচন করলেও দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়নি। ফলে এবারের নির্বাচন তাদের কাছে ‘বিশেষ কিছু’।

সিসিক নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সাধারণ নগরবাসীর কাছে তুমুল আলোচনায় থাকা এ দুই মেয়র প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচন করাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবেও নিচ্ছেন। তাদের মতে, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বিজয়ী হওয়ার তাগিদও বেড়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরি সদস্য বদর উদ্দিন আহমদ কামরান সিলেটভিউকে বলেন, ‘নৌকা প্রতীক পাওয়া, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সৌভাগ্যের ব্যাপার। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক। এ প্রতীক নিয়ে নির্বাচন করার মধ্যে অন্যরকম এক আমেজ রয়েছে।’

তিনি বলেন, ‘আগে তিনবার সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সৌভাগ্য হয়নি। এবার সেই সুযোগ পেয়েছি। এটা একদিকে গর্বের, অন্যদিকে চ্যালেঞ্জেরও। নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করে শেখ হাসিনাকে সিলেট সিটি উপহার দিতে চাই।’

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘এবারই প্রথমবারের মতো আমার দলের প্রতীক ধানের শীষ নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এটা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের।’

আরিফ বলেন, ‘দলীয় প্রতীকে এবারের সিসিক নির্বাচনকে বিএনপির প্রতিটি নেতাকর্মী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। নেতাকর্মীরা সেই চ্যালেঞ্জে বিজয়ী হতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন। আমরা আশাবাদী, আগামী ৩০ জুলাই মানুষ সকল অত্যাচার, নির্যাতন আর অবিচারের বিরুদ্ধে ধানের শীষের পক্ষে রায় দেবেন।’

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৮/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.