Sylhet View 24 PRINT

সিলেটে নির্বাচনী প্রচারণা : যে বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ১৩:২৮:৫৮

মো. এনামুল কবীর :: সভা-সমাবেশে বক্তৃতাবাজীর চেয়ে গণসংযোগই বেশি কার্যকর। বাংলাদেশে এই সংস্কৃতি দিন দিন বিকশিত হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের চতুর্থ নির্বাচনকে কেন্দ্র করেও তাই লক্ষ্য করা যাচ্ছে। এতদিন অনানুষ্ঠানিক প্রচারণার সময়ও গণসংযোগ হয়েছে।

এবার আনুষ্ঠানিকভাবেই তা শুরু হলো। বিএনপি’র মেয়র প্রার্থী, সদ্যসাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বুধবার সকাল ১১টার দিকে দলীয় নেতৃবৃন্দকে গণসংযোগ শুরু করেছেন।

সকাল সাড়ে ১০টা থেকেই কোর্টপয়েন্টে সমবেত হচ্ছিলেন আরিফের কর্মী সমর্থক ও দলীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তিাদির, হবিগঞ্জের পৌরসভার মেয়র জিকে গৌস, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি নেতা নজরুল ইসলাম, মিজানুর রহমানসহ জেলা ও মহানগর শাখার সর্বস্থরের নেতৃবৃন্দ।

শুরুতেই সমবেত নেতাকর্মীদের হাতে গণসংযোগে বিতরণের জন্য লিফলেট তুলে দেওয়া হয়। এরপর প্রচারণার কৌশল নিয়ে প্রাথমিক কিছু দিক নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ।

সোয়া ১১টার মধ্যেই ৪/৫টি দলে বিভক্ত হয়ে নেতৃবৃন্দ নেমে পড়েন মাঠে। বিএনপি চেয়ারপারসনের উপেদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ আরও কয়েকজনকে নিয়ে প্রার্থী আরিফুল হক চৌধুরী রওয়ানা হন কিনব্রিজ-সুরমা মার্কেটের দিকে।

এসময় আরিফ কয়েকজন নাগরিকের হাতে লিফলেট তুলে দেন এবং ৩০ জুলাই নির্বাচনে নারী ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আরিফ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারও নগরবাসীর সেবায় তাকে সুযোগ দেওয়ার অনুরোধ করেন। অন্যান্য নেতৃবৃন্দ আরও ৩/৪টি দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েন নগরীর আনাচে-কানাচে।

দুপুরের দিকে জিন্দাবাজর এলাকার পথচারী-ব্যবসায়ীদের মধ্যে অন্যান্য নেতৃবৃন্দকে সাবেক দুই সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও দিলদার হোসেন সেলিমকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে দেখা গেছে।

এই সময় তালতলা এলাকায় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেনও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার কৌশল সম্পর্কে বলতে গিয়ে সিলেটভিউর সাথে আলাপকালে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা গণসংযোগ শুরু করেছি। আজ সভা-সমাবেশ নেই। আমরা লিফলেট বিতরণ ও গণসংযোগের উপরই জোর দিচ্ছি।

২০১৩ সালের মতো এবারও নিরপেক্ষ নির্বাচন হলে সিলেট নগরবাসী আরিফের উপরই আস্তা রাখবেন বলেও মন্তব্য করেন আজমল বখত সাদেক।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে লড়াই করছেন দু’জন। অপরজন মহানগর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তাকে মঙ্গলবারই দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ শেষে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জেয়ারত শেষে দরগা এলাকার মুসল্লী ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বচনী প্রচারণা শুরু করেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৮/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.