Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ১৯:৫০:৩০

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এসময় জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহ্নত এক্সেভেটর ও দু’টি ট্রাক। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে এ অভিযানে পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশানার (ভূমি) সুমন্ত ব্যানার্জী। অভিযুক্ত দন্ডপ্রাপ্ত ব্যক্তি আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র গৌছ উদ্দিন (৪৫)।

বাংলাদেশ বন ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০এর ৬ (খ) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। পরে জরিমানা আদায় করে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এসময় আর কখনো এভাবে মাটি কাটবে বলে মূচলেখা দিলে আটককৃত এক্সেভেটর ও ট্রাকগুলো ছেড়ে দেয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যনাজি এ বিষয়টি নিশ্চিত করেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৮/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.