আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে ‘বিশ্ব জনসংখ্যা দিবসে’ শোভাযাত্রা ও আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ২০:৩৩:৩৯

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের’ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া।

বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার পরিদর্শিকা নিলিমা রাণী দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্বাস আলী, পরিবার কল্যাণ সহকারী শংকরী রাণী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজর আলী, জহুর আলী, আমির উদ্দিন, হেলাল মিয়া, শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়, জেসিস’র উপজেলা কো-অডিনেটর শিল্পী রাণী দে, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৮/পিবিএ/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন