Sylhet View 24 PRINT

সিসিক নির্বাচন: নির্বাচিত হলে যা করবেন মেয়র প্রার্থীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১২ ০০:০৬:৪৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর তুমুল ব্যস্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সাত মেয়র প্রার্থী। এই ব্যস্ততার মধ্যেও সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেয়র প্রার্থীরা। সেখানে সিলেট নগরী নিয়ে নিজেদের পরিকল্পনার কথা শোনান তারা।

সিলেট সিটি নির্বাচন উপলক্ষে বুধবার সিলেট নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুজন।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘নিয়মিত উন্নয়ন কাজের বাইরে যুব সমাজের মানোন্নয়ন নিয়ে কাজ করবো। যুবকরা যাতে মাদক থেকে দূরে থাকে, তারা যাতে বিপথগামী না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের জন্য কর্মসংস্থান ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং সৃজনশীল কাজে তাদেরকে নিয়োজিত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেব।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট নগরীর উন্নয়নে কোন মাস্টারপ্ল্যান নেই। যার ফলে উন্নয়ন ব্যাহত হয়। বেশ আগে যে মাস্টারপ্ল্যান করা হয়েছিল, তাও বাস্তবসম্মত নয়। নির্বাচিত হতে পারলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কার্যকর একটি মাস্টারপ্ল্যান করবো।’

মহানগর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম নির্বাচিত হলে সৌন্দর্যবর্ধন করাসহ সিলেট নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নির্বাচিত হলে নগরীর প্রতিটি মসজিদে শিশুদের ইসলামী শিক্ষার ব্যবস্থা করবো। মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য উপাসনালয়ে দায়িত্বরতের বেতন-ভাতা বৃদ্ধির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য ক্যাম্প, শুধুমাত্র নারী ও শিশুদের চিত্তবিনোদনের জন্য পার্ক নির্মাণ এবং ইসলামী শরিয়াহ মোতাবেক নারীদের অধিকার নিশ্চিত করা হবে।’

মহানগর জামায়াতের আমির ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নগরীতে সেবাপ্রদানকারী সকল প্রতিষ্ঠানের সমন্বয় করবো, যাতে সবাই সহজেই সেবা পায়। আধ্যাত্মিক নগরী বলতে যা বুঝায়, সেরকমভাবেই সিলেট নগরীকে গড়ে তোলা হবে।’

সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফর নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সিটি করপোরেশনের অধীনে স্কুল বৃদ্ধি, কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের কথা জানান।

যুব সমাজকে নিয়ে সমতার ভিত্তিতে পরিকল্পিত নগরী গড়ার কথা বলেন স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৮/শাদিআচৌ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.