আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীর সেবিকারা ‘হৃদয় ছুঁয়ে দিলেন’ কামরানের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৮ ০০:১৫:৩৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। টানা চতুর্থবারের মতো সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন মহানগর আওয়ামী লীগের এই সভাপতি। গত নির্বাচনে হেরে যাওয়ায় এবার জয় পেতে মরিয়া কামরান। এ লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে কামরানের সমর্থনে হাসপাতাল চত্বরে মঙ্গলবার সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তারের সভাপতিত্বে ও নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার সভাপতি শামীমা নাছরিন প্রমুখ বক্তব্য রাখেন।

নিজের বক্তব্যে আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন বলেন, ‘সেবিকারা মানবতার সেবক। সুন্দরী সেবিকা যখন রোগীর হাত ধরে পালস চেক করেন, তখন রোগীর হৃদয়ের পালস ঠিক হয়ে যায়। এই সমাবেশ থেকে ওসমানীর সেবিকারা যেভাকে কামরানকে সমর্থন দিলেন, তাতে কামরানের হৃদয় ছুয়ে গেছে।’

আহমদ হোসেন আরো বলেন, ‘কামরান জনতার নেতা। মানুষ নেতা হিসেবে কামরানকে চিনে। অন্যদিকে বিএনপি নেতা আরিফকে চিনে পেট্রোল বোমার কমান্ডার হিসেবে।’

সমাবেশে সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ইলা রানী দেব, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার প্রধান উপদেষ্টা পরিমল বণিক, সহ-সভাপতি নজরুল ইসলাম, জোবেদা খাতুন, খাদিজা বেগম, ভ্রান্তি বালা দেবী, সহ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দাস, কোষাধ্যক্ষ নীলুফা ইয়াসমিন, সহ-কোষাধ্যক্ষ রেবা রানী পাল, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সদস্য নাছিমা আক্তার, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ডা. সৌরভ সরকার, সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তী, ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. অরূপ কুমার খা, সাধারণ সম্পাদক ডা. নাহিদ খান সোহাগ উপস্থিত ছিলেন।

এছাড়াও ৩য় শ্রেণি সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি নজরুল ইসলাম, বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শুধাংশু কুমার পাল, যুগ্ম সম্পাদক এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ, মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সাবেক ধর্ম সম্পাদক জুবায়ের আহমদ, সাবেক সদস্য শাহ মিছবাহ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন