আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজনকে বহিষ্কারের কথা বললেন আহমদ হোসেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৮ ০১:৪৫:১০

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) নার্সেস এসোসিয়েশন সিওমেক শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর হামলা এবং বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত সভামঞ্চ ভাংচুরের ঘটনার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সুজনকে বহিষ্কারের কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

মঙ্গলবার বিকালে হামলা ও ভাংচুরের পর ঘটনাস্থলে গিয়ে তিনি উপস্থিত নেতাকর্মী ও মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সামনে এ ঘোষণা দেন।

এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে মুঠোফোনে মামুনুর রশীদ সুজনকে বহিষ্কারের নির্দেশ দেন।

উল্লেখ্য, নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যের সুযোগ না দেয়ায় সভা শেষ করার পর অতিথিরা মঞ্চ ত্যাগ করার পর এ হামলা চালানো হয়। মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন ও সাব্বিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

মামুনুর রশীদ সুজন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর আফতাব হোসেন খানের অনুসারী।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৮/শাদিআচৌ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন