আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন, এগিয়ে ছেলেরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ১৫:৪৪:৩৬

মো. এনামুল কবীর :: এবারের এইচএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৮শ’ ৭৩ জন পরীক্ষার্থী।

পাসের হারের ক্ষেত্রে সিলেটের মেয়েরা এগিয়ে থাকলেও মোট জিপিএ-৫ এর ক্ষেত্রে কিন্তু এগিয়ে  সিলেটের ছেলেরাই। ৫৩৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর ছাত্রীদের মধ্যে পেয়েছে ৩শ’ ৩৪ জন, শতকরা ১ দশমিক ২৩ ভাগ।

সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। সিলেট শিক্ষাবোর্ডে এ বিভাগ থেকে মোট ১২ হাজার ১শ’ ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭শ’ ৯২ জন।

এই বিভাগ থেকে অংশগ্রহনকারী ছাত্রের সংখ্যা ৬ হাজার ২শ’ ৯৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪শ’ ৯১ জন। শতকরা হিসাবে ৭ দশমিক ৭৯ ভাগ।

আর ৫ হাজার ৮শ’ ৪৬ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ১ জন। শতকরা হিসাবে ৫ দশমিক ১৫ ভাগ।

মানবিক বিভাগে মোট ৪৭ হাজার ১শ’ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০ দশমিক ০৬% হারে মাত্র ২৬ জন।

এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে অবশ্য ছেলেদের চেয়ে এগিয়ে সিলেটের মেয়েরা। মোট ২৭ হাজার ৫শ’ ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ০ দশমিক ০৭ হারে ২০ জন।

মানবিকে অংশগ্রহনকারী ছাত্রের সংখ্যা ১৯ হাজার ৫শ’ ৪০ জন। এদের মধ্যে ০ দশমিক ০৩ ভাগ হারে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন।

বানিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে মোট ৫৫ জন। এই বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করে ১১ হাজার ৭শ’ ৮৩ জন। এদের মধ্যে ছাত্র ৬ হাজার ৭শ’ ২২ জন  আর ছাত্রী ৫ হাজার ৬১ জন।

জিপিএ-৫ পেয়েছে ০ দশমিক ৫৫ ভাগ হারে ৩৭ জন ছাত্র। আর ০ দশমিক ৩৬ ভাগ হারে জিপিএ-৫ পেয়েছে মোট ১৮ জন ছাত্রী।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন