Sylhet View 24 PRINT

রাজনগরে প্রচন্ড গরমে হিটস্ট্রোকে ব্যবসায়ির মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ১৭:৫৩:২৯

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে গত দুই দিনের প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রচন্ড তাপদাহে হিটস্ট্রোকে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এঅবস্থা অব্যাহত থাকলে হিটসেস্ট্রাকের আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। গরমে বৃদ্ধদের হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের মৃত কালী নারায়ন চক্রবর্তীর ছেলে তপন চক্রবর্তী (৫০) বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আজাদের বাজারে নিজের মুদির দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা তাকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান শামছুন নূর আহমদ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি ভূমিউড়া রাস্তায় অজ্ঞান হলে স্থানীয়রা হাসপাতালে নেন। পরে ডাক্তার সেকানে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সম্পা রাণী পাল বলেন, গত কয়েকদিনের গরমে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। তবে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেশি। এমন তাপদাহে বৃদ্ধরা হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।



সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/এআরএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.