Sylhet View 24 PRINT

ছাতকে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ১৮:৪১:৫৯

ছাতক প্রতিনিধি :: ছাতকে পুকুরের পানিতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তানজিনা বেগম (১০) ও স্বাধীনা বেগম (৯) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় (সিরাজগঞ্জ বাজার) গ্রামে এঘটনা ঘটে।

নিহত দুই বোন সিংচাপইড় গ্রামের মো. সমক আলীর কন্যা।  তারা সিংচাপইড় আলিম মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংচাপইড় গ্রামের সমক আলীর দুই কন্যা তানজিনা বেগম ও তৃতীয় শ্রেণির ছাত্রী স্বাধীনা বেগম বাড়ির পার্শ্ববর্তী পুকুরে সাঁতার শিখতে নেমে ডুবে যায়।  কিন্তু বাড়ির লোকজন বিষয়টি টের পাননি।

বেলা ২টায় পুকুরে দু’জনের লাশ ভেসে ওঠে।  এসময় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/এমএ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.