আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

গোলাপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, স্মারকলিপি প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ১৯:৫৪:৪১

সিলেট :: সিলেটের গোলাপগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় দুপক্ষে উত্তেজনাকর পরিনস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে নিয়োগ বাতিল-সহ অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেওয়া এ আবেদনে এ দাবি জানানো হয়। আবেদন গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স›দ্বীপ কুমার সিংহ। 

জানা গেছে, গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নে ৯২ নং তেরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হলে ৫জন আবেদন করেন। তারা হলেন রিয়াজ উদ্দিন, উস্তার আলী, রহিম উদ্দিন, জুনেদ আহমদ ও রুহেল আহমদ। এদের মধ্যে উস্তার আলী ও জুনেদ এসএসসি পাস হলেও  অন্যরা ৮ম শ্রেণি পাশের দাবিদার।
অভিযোগ পাওয়া গেছে, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্বেও নিয়োগ কমিটি এসএসসি পাশ দু’জন-সহ অন্যদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনময়ে তেরাপুর গ্রামের আব্দুল বারীর ছেলে রহিম উদ্দিনকে দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়। ভূয়া ৮ম শ্রেণি পাশ সার্র্টিফিকেটধারী রহিমের এ নিয়োগের প্রতিবাদে অভিভাবকরা তাদের ছেলে মেয়ে স্কুলে দেওয়া বন্ধ করে দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় শিশুরা স্কুলে যাওয়া আসা শুরু করলেও বখাটে রহিমের নিয়ে নিয়ে স্কুল কমিটির সদস্যসহ সাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ক্ষোভের বিস্ফোরনে অনাকাঙ্খিত ঘটে যাওয়ার আশংকা করছেন এলাকাবসী। এলাকাবাসী অবিলম্বে টাকাপর বিনমিয়ে দপ্তরয় কাম প্রহরী পদে রহিমের নিয়োগ বাতিল, পুনরায় নিয়েগ কমিটি গঠন করে বিজ্ঞপিত প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রদানের দাবি জানান। 
জেলা প্রশাসক বরাবরে দেয়া আপবেদনে স্বাক্ষর করেন, তেরাপুর স্কুর ম্যানেজিং কমিটির সভাপতি আব্দিুল কাদির কালন, সহ-সভাপতি আব্দুল জব্বার, মহিলা বিষয়ক সদস্য আছমা বেগম প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন