আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে এইচএসসি’তে জিপিএ-৫ আসেনি কোন প্রতিষ্ঠানে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ২০:৩৮:৩৪

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এইচএসসি’তে আশানুরুপ ফলাফল করতে পারেনি শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানেও জিপিএ-৫ আসেনি। এই ফলাফলে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারিননি। জিপিএ-৫ না আসলেও এবার কলেজের তুলনায় মাদ্রাসা প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে ফলাফলের দিক দিয়ে।

এ বছর এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুরে ৮টি কলেজ থেকে ১২৬৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৩৫ জন। পাসের হার ৫৪.২৪। অন্যদিকে উপজেলা ৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৪২০ জন ছাত্র-ছাত্রী সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৮ জন। পাসের হার ৮৫.২৪। তবে কলেজ কিংবা মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ আসেনি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, ফলাফল আশানুরুপ হয় নি। আগামীতে ভাল ফলাফলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/এসএইচ/এমকে-এম



@

শেয়ার করুন

আপনার মতামত দিন