আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

এইচএসসিতে ছাতকে পাশের হার ৬৯ভাগ, ৩টি জিপিএ-৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ২১:১৫:০০

ছাতক প্রতিনিধি :: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের ছাতকে পাশের হার শতকরা ৬৯ভাগ। উপজেলার ৮টি মহাবিদ্যালয়ের মধ্যে সমতা স্কুল এন্ড কলেজে শতভাগ কৃতকার্য এবং উত্তর সুরমা আজমত আলী হাই স্কুল এন্ড কলেজের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে তিন জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ছাতক ডিগ্রি কলেজে ৬৪ভাগ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ৬৫ভাগ, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ৭৯ভাগ, জনতা মহাবিদ্যালয় ৭৩ভাগ, বুরাইয়া স্কুল এন্ড কলেজ ৪৮ভাগ, উত্তর সুরমা আজমত আলী স্কুল এন্ড কলেজ ০ভাগ, ঝিগলি স্কুল এন্ড কলেজ ৪৮ভাগ, সমতা স্কুল এন্ড কলেজ ১০০ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এছাড়া মাদ্রাসা বোর্ড থেকে ৮৫ভাগ ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৪৬ভাগ শিক্ষার্থী পাশ করেছে। এই দুই বোর্ডে এ উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/এমএ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন