Sylhet View 24 PRINT

মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ২১:৩৫:০০

সিলেট :: মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর রিকাবীবাজার লামাবাজার ঘুরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ জড়ো হয়।

সমাবেশে বক্তারা বলেন, অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র স্বেচ্ছাচারিতার কারণে কলেজের পাঠদানের অবস্থা অত্যন্ত নাজুক। কর্তব্যরত শিক্ষকরা ঠিকমতো ক্লাস না নিয়ে যে যার মতো কোচিং বাণিজ্য সহ বিভিন্ন বাণিজ্যে ব্যস্ত থাকেন। এসকল বিষয় বারবার অধ্যক্ষকে জানানো হলেও তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি। একারনেই গত কয়েক বছর যাবত কলেজের সকল শ্রেণির ফলাফল বিপর্যয় অব্যাহত রয়েছে।

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমনের পরিচালনায় সমাবেশে কলেজ ছাত্রলীগের ও সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এবারের এইচএসসি পরীক্ষায় মদন মোহন কলেচের ৫০৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

সিলেটভিউ/১৯ জুলাই ২০১৮/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.