আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ২২:৫৭:২০

ছাতক প্রতিনিধি :: ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে।  গুরুতর আহত ৭ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যাক্তি আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন- মাহমুদ আলী (১৮), আব্দুল আওয়াল (৫৫), আব্দুস ছাত্তার (৫৫), আব্দুল মান্নান (৫০), আশ্রব আলী (৫৫), সম্রাট মিয়া (৫৫) ও জাহাঙ্গির (১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমরাঙ্গি গ্রামের মৃত ইছবর আলীর পুত্র ছোরাব আলী ও একই গ্রামের সিকন্দর আলীর পুত্র ময়না মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ নিয়ে থানা ও আদালতে পক্ষে-বিপক্ষে ডজন খানেক মামলাও বিচারাধীন রয়েছে।

চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/এমএ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন