Sylhet View 24 PRINT

বিশ্বনাথে এইচএসসিতে পাশের হার ৬২ ও আলীমে ৮৬ শতাংশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ২৩:৫৮:২১

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: এবার এইচএসসি পরীক্ষায় সিলেটের বিশ্বনাথ উপজেলার পাশের হার ৬২% ও আলীম পরীক্ষায় পাশের হার ৮৬%। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী ও আলীম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

কলেজগুলোর চেয়ে মাদ্রাসাগুলোর পাশের হার বেশি, তবে জিপিএ-৫ কম। পাশের হারের দিক দিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার শ্রেস্ট স্থান অর্জন করেছে সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেডে সবাই পাশ করেছে। এবছর এইচএসসি ও আলীমে শতভাগ ফলাফল অর্জনকারী একমাত্র প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

বিশ্বনাথ ডিগ্রি কলেজের ২ জন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ও বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী আলীম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলায় ১০টি কলেজের ১ হাজার ৩২০ শিক্ষার্থী অংশগ্রহন করে ৮২৪ জন পাশ করেছে ও ফেল করেছে ৪৯৬ জন এবং আলীম পরীক্ষায় উপজেলার ৭টি মাদ্রাসার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২৯০ জন পাশ করেছে ও ফেল করেছে ৪৯ জন।

শতভাগ ফলাফল অর্জনকারী সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাড়া পাশের হারের দিক দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অবস্থান হল- দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৭৬%, আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৭৩%, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ৬৪%, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫৯%, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজ ৫৬%, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫৫%, আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫১%, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫০%, চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৪২%।

পাশের হারের দিক দিয়ে মাদ্রাসাগুলোর অবস্থান হল- হযরত শাহ চান্দ শাহ কালু ইসলামিয়া আলীম মাদ্রাসা ৯২%, এলাহাবাদ আলীম মাদ্রাসা ৯৩%, সিংগেরকাছ আলীম মাদ্রাসা ৮৯%, সৎপুর কামিল মাদ্রাসা ৮৭%, কামাল বাজার আলীম মাদ্রাসা ৮১%, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা ৭৯%, দশপাইকা আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা ৭৫%।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/পিবিএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.