Sylhet View 24 PRINT

​এক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ফল সিলেটে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০০:০৬:৫৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :: গত এক যুগের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে এবার। এবার বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

এ বছর সিলেট বোর্ডে ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী।

জানা যায়, সিলেট বোর্ডে ২০০৬ সালে পাসের হার ছিল ৬৫.৪৫ শতাংশ, ২০০৭ সালে ছিল ৬৫.৯৮ শতাংশ, ২০০৮ সালে ছিল ৭১.১৭ শতাংশ, ২০০৯ সালে ছিল ৭৩.৯৬ শতাংশ, ২০১০ সালে ছিল ৭৬.১২ শতাংশ, ২০১১ সালে ছিল ৭৫.৬৮ শতাংশ, ২০১২ সালে ছিল ৮৫.৭৩ শতাংশ, ২০১৩ সালে ছিল ৭৯.১৩ শতাংশ, ২০১৪ সালে ছিল ৭৯.১৬ শতাংশ, ২০১৫ সালে ছিল ৭৪.৫৭ শতাংশ, ২০১৬ সালে ছিল ৬৮.৫৯ শতাংশ এবং ২০১৭ সালে পাসের হার ছিল ৭২.০৩ শতাংশ।

এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এবারই বোর্ডে পাসের হার সবচেয়ে কম।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৮/আরআই-কে​

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.