আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

​বিভাগে সেরা সিলেট, পিছিয়ে মৌলভীবাজার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০০:১৩:৩৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে সিলেট জেলা। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে আছে মৌলভীবাজার জেলা।

সুনামগঞ্জ জেলা দ্বিতীয় স্থানে এবং হবিগঞ্জ জেলা রয়েছে তৃতীয় স্থানে।

সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এবার সিলেট জেলায় ২৮ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ হাজার ৯৪ জন পাস করেছে। পাসের হার ৬৬ দশমিক ৯১ ভাগ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৯৬ জন।

সুনামগঞ্জ জেলায় ১৩ হাজার ৪০১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৮ হাজার ৬০৩ জন। পাসের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। এ জেলায় ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

হবিগঞ্জ জেলায় এবার পাসের হার ৫৭.৭৫ ভাগ। ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৮ হাজার ৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।

মৌলভীবাজার জেলায় ১৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮ হাজার ৩৫৬ জন। পাসের হার ৫৫.২৫ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন শিক্ষার্থী।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন