আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজার সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২১ ২২:০৬:৩৫

সিলেট :: সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র মানুষদের ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদানের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২০ জুলাই শুক্রবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ব আলোচনা সভায় সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ আলীম উদ্দিন মান্নান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, ২নং ওয়ার্ড সদস্য মখদ্দস আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ পরিদর্শক মোঃ সুলেমান খান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সমিতির কার্যকরি সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ মফিক আলী, আজীবন সদস্য নোমান আহমদ হায়দরী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ বদরুল ইসলাম।

সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মামুন পারভেজ, ডাঃ রিপন চন্দ্র দেব, ডাঃ জাবেদ মিনহাজ সিদ্দিকী, ডাঃ আতিক আজমল, ডাঃ রওশন জয়শাদ এর তত্ত¡াবধানে প্রায় ৪ শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।

রিয়াজুল ইসলাম শামীম এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসাবে পুরো অনুষ্ঠাকে সফলভাবে সম্পন্ন করেন মোঃ এবাদুল ইসলাম ডালিম, নাঈমুল হক, বদরুল ইসলাম কাসিম, ছাইফুল ইসলাম, হারুন আহমেদ, জাহিদুল ইসলাম ফাহিম, মুক্তার আলী, মোঃ আক্কাস আলী, মুন্সী লিমন মিয়া, হিরন খান, হায়দর মিয়া, আব্দুল কাদির, মুহিবুর রহমান, হিফজুর রহমান, শামীম চৌধুরী, মোঃ জুনেদ আহমদ, মোঃ সমছির আলী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৮/প্রেবি/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন