আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কানাইঘাটে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২১ ২৩:৪৪:৩২

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সদর ইউপির বীরদল খালোমুরা বাজারে শনিবার রাত ৮টার দিকে পাওনা টাকার জের ধরে কচুপাড়া গ্রামের ২পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিলেট সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, কচুপাড়া গ্রামের হাজী ময়না মিয়ার পুত্র সাহাব উদ্দিন (৪০) ও একই গ্রামের আব্দুস সামাদের পুত্র শরীফ উদ্দিনের মধ্যে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে শনিবার রাত ৮টায় খালোমুরা বাজারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে ময়না মিয়ার পুত্র সাহাব উদ্দিন, মৃত সিরাজুল ইসলামের পুত্র রহিম উদ্দিন (৪০), লালপীরের পুত্র কবির উদ্দিন (৪৬), মৃত ফয়জুর রহমানের পুত্র সাহাব উদ্দিন (৫০), আব্দুর রবের পুত্র সুনাম উদ্দিন (৩০), শফিকুল হকের পুত্র সিরাজ উদ্দিন (৫০), আব্দুর রশিদের পুত্র মাসুম আহমদ (২৪), ইসলাম উদ্দিনের পুত্র আব্দুল মুমিন (১৮), ইসলাম উদ্দিন (৪৫) ও বুলবুল আহমদ (২৫) আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাহাব উদ্দিন, সুনাম উদ্দিন ও কবির উদ্দিনকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং কয়েক জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় কচুপাড়া গ্রামে ২পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৮/এমআর/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন