Sylhet View 24 PRINT

বখাটের উত্যক্ততায় অতিষ্ঠ হয়ে এমসি কলেজছাত্রীর থানায় জিডি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২২ ০০:৩৭:৪২

সিলেট :: সিলেটের এমসি কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় বখাটে সাগর(৩২) কে আসামি করে এসএমপি’র বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর শাহজালাল উপশহর ব্লক সি, রোড নং-৪৩/এ, বাসা নং- ৮০ এলাকার বাসিন্দা মাশহুদা বেগম বিমান বন্দর থানায় এই জিডি দায়ের করেন। জিডিতে বলা হয়- বিগত এক বছর থেকে বিমানবন্দর থানার পীরমহল্লা এলাকার বাসিন্দা সাগর (৩২) প্রতিদিন তাকে কলেজের সম্মূখে এসে উত্যক্ত করে আসছে। এছাড়া বখাটে সাগর রাস্তায় একা পেয়ে নানা ভাবে উত্যক্ত সহ অশোভন কথাবার্তা বলে সামাজিকভাকে কলেজ ছাত্রীর সম্মান ক্ষুন্ন করে আসছে। উত্যক্তকারীর যন্ত্রনায় ঐ কলেজ ছাত্রী দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়। বখাটের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে কলেজ ছাত্রী মাশহুদা এক সময় লন্ডনে চলে যান। লন্ডনে থাকা অবস্থায় মাশহুদা বেগমের মা অসুস্থ হয়ে পড়লে তিনি গত ১৬ জুলাই দেশে আসেন। দেশে আসার সংবাদ পেয়ে বখাটে সাগর বিভিন্ন ভাবে মাশহুদার পিছু নেয়। মাশহুদা বেগম গত ১৮ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর থানাধীন পর্যটন মোটেল এলাকায় বেড়াতে গেলে ঐ বখাটে যুবক সাগর কলেজ ছাত্রীকে আটকিয়ে আকস্মিক ভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রানে মারার হুমকি দেয়। এক পর্যায়ে স্থানিয়রা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। এঘটনার পর থেকে কলেজ ছাত্রী মাশহুদা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। যার নং- ন৭৪৩ তারিখ- ১৯জুলাই’১৮।
অতিষ্ঠ কলেজ ছাত্রী নিরাপত্বা চেয়ে থানায় জিডি

সিলেটের এমসি কলেজের এক ছাত্রী কে উত্যক্ত করার ঘটনায় বখাটে সাগর(৩২)কে আসামি করে এসএমপি’র বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর শাহজালাল উপশহর ব্লক সি, রোড নং-৪৩/এ, বাসা নং- ৮০ এলাকার বাসিন্দা মাশহুদা বেগম বিমান বন্দর থানায় এই জিডি দায়ের করেন। জিডিতে বলা হয়- বিগত এক বছর থেকে বিমানবন্দর থানার পীরমহল্লা এলাকার বাসিন্দা সাগর (৩২) প্রতিদিন তাকে কলেজের সম্মূখে এসে উত্যক্ত করে আসছে। এছাড়া বখাটে সাগর রাস্তায় একা পেয়ে নানা ভাবে উত্যক্ত সহ অশোভন কথাবার্তা বলে সামাজিকভাকে কলেজ ছাত্রীর সম্মান ক্ষুন্ন করে আসছে। উত্যক্তকারীর যন্ত্রনায় ঐ কলেজ ছাত্রী দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়। বখাটের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে কলেজ ছাত্রী মাশহুদা এক সময় লন্ডনে চলে যান। লন্ডনে থাকা অবস্থায় মাশহুদা বেগমের মা অসুস্থ হয়ে পড়লে তিনি গত ১৬ জুলাই দেশে আসেন। দেশে আসার সংবাদ পেয়ে বখাটে সাগর বিভিন্ন ভাবে মাশহুদার পিছু নেয়। মাশহুদা বেগম গত ১৮ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর থানাধীন পর্যটন মোটেল এলাকায় বেড়াতে গেলে ঐ বখাটে যুবক সাগর কলেজ ছাত্রীকে আটকিয়ে আকস্মিক ভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রানে মারার হুমকি দেয়। এক পর্যায়ে স্থানিয়রা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। এঘটনার পর থেকে কলেজ ছাত্রী মাশহুদা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। যার নং- ন৭৪৩ তারিখ- ১৯জুলাই’১৮।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুলাই ২০১৮/এসইউএস/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.