আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না : এমএ হক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২২ ২৩:৪৪:৫১

বালাগঞ্জ :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হক বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে ব্যর্থ হয়ে পড়েছে। জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তাকে মুক্ত করতে দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

তিনি রবিবার বিকালে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী।

উপজেলা যুবদল নেতা ফয়সল মাহমুদ ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজান আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এএসএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী মেম্বার, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল মিয়া মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামাল আহমদ খলকু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা আব্দুল বাছিত, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া মেম্বার, সিলেট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সাহিদুল হক সুহেল, ফয়সল আহমদ, বিএনপির নেতা রফি উল্লাহ, মাওলানা মনির হোসেন, মইন উদ্দিন আহমদ, আশিক মিয়া মেম্বার, ডা. আহমদ আলী, জিল্লুল হক বাছিক, ফখরুল ইসলাম, ছোয়াব আলী, আব্দুল মুতলিব, জহির আলী, ছমরু মিয়া, জসিম আহমদ, তাজ উদ্দিন, আফতাব আলী, লখন মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহিম. বালাগঞ্জ উপজেলা যুবদলের সমন্বয়ক দুলাল হোসেন, যুবদল নেতা সেলিম খান, এনামুল হক মকদ্দছ, আক্তার হোসেন, সুজেল আহমদ, আহসান আহমদ, শামীম আহমদ, রহমত আলী, মসবুক আহমদ, ফয়সল আহমদ, শানুর মিয়া, আরমান আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল মুতলিব, শ্রমিকদল নেতা ছালেহ আহমদ, জরিফ মিয়া, আহমদ আলী, দুলাল আহমদ, ছাত্রদল নেতা বদরুল ইসলাম জাকির, মুমিনুল হক, সাহেদ আহমদ, সুমন আহমদ, আলী আহমদ, সুজেল আহমদ, আল আমিন. মইনুল ইসলাম, ফয়ছল আহমদ, জুবায়ের আহমদ, মাসুম আহমদ, লাকি মিয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন ছাত্রদল নেতা আলী আহমদ।

মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হককে সিলেট-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানান।


সিলেটভিউ২৪ডটকম/২২ জুলাই ২০১৮/জেআরজে/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন