Sylhet View 24 PRINT

​দোষলেন কামরান, উড়িয়ে দিলেন আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২৩ ০০:১৩:০৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বিএনপি থেকে মেয়র পদে লড়ছেন আরিফুল হক চৌধুরী।

সিসিক নির্বাচনের জন্য নগরীতে বদর উদ্দিন আহমদ কামরানের একটি প্রধান এবং কয়েকটি ছোট নির্বাচনী কার্যালয় রয়েছে। শহরতলির শাহপরান থানার টুলটিকর এলাকায় গাজী বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ছোট কার্যালয় রয়েছে তার। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা ছুটে আসেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কার্যালয়ে থাকা নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট প্রভৃতি পুড়ে যায়।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খোঁজে বের করার চেষ্টা চলছে।’

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘটনায় বিএনপিকে দায়ী করা হচ্ছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে বিএনপি স্তম্ভিত। বিএনপির জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি মানুষ জানে। দেশের মানুষের ওপর তারা তা-ব চালিয়েছিল। তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে, তাদের জন্য একটি নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দেয়া কঠিন কিছু নয়।’

তবে আওয়ামী লীগের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘এই ধরনের কোন নোংরামির সাথে আমরা জড়িত নই। আমাদের কোন নেতাকর্মী এ ঘটনা ঘটায়নি। যদি তারা প্রমাণ করতে পারে, এ ঘটনার সাথে আমাদের কেউ জড়িত, তবে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা সৌহার্দপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। আমরা নিজেরা অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দেব না।’

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুলাই ২০১৮/আরআই-কে​

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.