আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

প্রয়োজনে ঢাকায় গিয়ে নালিশ দেব: আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২৩ ১৫:৩৫:০০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘সিলেটে বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানির বিষয়টি বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।’

সোমবার দুপুরে কাজীটুলা এলাকায় আরিফুলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরিফ বলেন, ‘প্রয়োজনে ঢাকায় গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নালিশ দেব।’

আরিফুল বলেন, ‘গত রাতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ ও আমার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাকের ছেলে রুহেল রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। নেতাকর্মীদের বাসায় গিয়ে হয়রানি করছে পুলিশ।’

আরিফ অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরান বারবার ‘আচরণবিধি লঙ্ঘন’ করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থাই নিচ্ছে না।
এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/২৩ জুলাই ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন