আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

লালাখাল সীমান্তে কয়লা শ্রমিকের লাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২৩ ১৫:৫৭:২৯

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া হতে এক কয়লা শ্রমিকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত আবু বকর (৩২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রঘাপ্রতিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভারতে অবৈধভাবে প্রবেশ করে দেশটির উখিয়াং থানার কেলেরিয়া কয়লাখনিতে শ্রমিকের কাজ করছিলেন আবু বকর। রবিবার ওই খনি ধসে নিহত হন তিনি। পরে তার লাশ উদ্ধার করে শ্রমিকরা বাংলাদেশ সীমান্তে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকার ১৩০৩নং আন্তর্জাতিক পিলারের ৪শ গজ ভেতরে রেখে যায়।

খবর পেয়ে সোমবার তার স্বজনরা বিজিবি ও জৈন্তাপুর থানার সহায়তায় ওই স্থানে ছুটে যান। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

৪১ বিজিবির লালাখাল ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার খলিল উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি কয়লা শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুলাই ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন