Sylhet View 24 PRINT

বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২৩ ১৯:০২:৩৯

সিলেট :: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সিলেট তথা বাংলাদেশের কৃতিসন্তান বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানীর ‘শততম জন্ম বার্ষিকী’ আগামী ১ সেপ্টেম্বর। জন্ম শতবার্ষিকী যথাযথ মর্যাদার পালনের উদ্দেশ্যে ও শততম জন্ম বার্ষিকী উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে রবিবার সন্ধ্যায় ধোপাদিঘিরপারস্থ কার্যালয়ে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল হক।

বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সহ সভাপতি মারিয়ান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, মহিলা কমিটির সভাপতি শামসুন নাহার মিনু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহইয়া, বিমল কর, রেবা বৈদ্য, ঋষি দাস, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট নুরুল আলম, স্বপন কুমার, মনরঞ্জন ধর প্রমুখ।

সভায় সাবেক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীককে আহবায়ক করে ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সদস্য সচিব করে বঙ্গবীর এম.এ.জি ওসমানীর শততম জন্ম বার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুলাই ২০১৮/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.