আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে তিন ব্যবসায়ীকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২৩ ২১:৩৮:৪০

ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৯ইঞ্চির কম মাছ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে দুই মৎস ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে আরো এক ব্যবসায়ীকে আরো ১হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা আব্দুস সালাম।

এদিকে গোয়ালাবাজার তাজপুর বাজারে মৎস সাপ্তাহ উপলক্ষে মৎস ব্যবসায়ী ও জেলেদের নিয়ে জনসেচতনতামূলক সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে বাজারে বিক্রয়ের জন্য আসা মাছে ফরমালিন পরীক্ষা করা হয়।

উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সালাম অভিযান পরিচালনা ও জরিমানার আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ ইঞ্চির কম মাছ বিক্রি, পোনা মাছ ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার জন্য প্রতি বাজারে জেলে ও মৎস ব্যবসায়ীকে নির্দেশনা দেয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুলাই ২০১৮/আরপি/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন