আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৮ ০০:০০:১৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মহি উদ্দিন শামীম এ রুল জারি করেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডের পাঠানটুলা হাইস্কুল কেন্দ্র ও এতিম স্কুল কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে  সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট পিটিশন (no.10405 OF 2018) করেন নজরুল ইসলাম বাবুল।

এর আগে ভোট জালিয়াতির অভিযোগ এনে তিনি এতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব ও নির্বাচনে রিটানিং কর্মকর্তা উপ নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ জানালেও কোন পদক্ষেপ না নেওয়ায় তাদেরকে বিবাদী করে রীট পিটিশন দায়ের করেন তিনি।

এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উক্ত দুটি কেন্দ্রের ভোট পূণরায় গণনা না করা পর্যন্ত নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

নজরুল ইসলাম বাবুলের পক্ষের সুপ্রীমকোর্টের আইনজীবি মো. কামরুজ্জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/০৭ আগস্ট ২০১৮/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন