আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সিটি নির্বাচন নিয়ে জামায়াত নেতাকে ফখরুলের তুলোধুনো

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৮ ০০:৫৬:১৭

সিলেটভিউ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থিতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর জামায়াতের বিবৃতি দেয়ার ক্ষোভ এক মাস পর ঝারলেন বিএনপি মহাসচিব। জোটের বৈঠকে উপস্থিত প্রতিনিধিকে ফখরুল জানিয়ে দিলেন, তিনি যেন দলের শীর্ষ পর্যায়ে তার ক্ষোভের কথা জানিয়ে দেন।

মঙ্গলবার রাতে গুলশানে জামায়াতসহ জোটের নেতাদেরকে নিয়ে বৈঠকে করেন ফখরুলসহ বিএনপি নেতারা। বৈঠক শেষে সবাই যখন উঠার অপেক্ষায় তখন ‘আমার একটি কথা আছে’ জানিয়ে জামায়াত নেতা আবদুল হালিমের সঙ্গে কথা বলেন ফখরুল। এ সময় তিনি তার ক্ষোভ ঝারেন।

গত ৩০ জুলাই হয়ে যাওয়া তিন সিটি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে সম্পর্কে ফাটল ধরার উপক্রম হয়। সিলেটে বিজয়ের অপেক্ষায় থাকা বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিপরীতে জামায়াত প্রার্থী দাঁড় করিয়েছিল এহসানুল মাহবুব জুবায়েরকে। দলটি দাবি করেছিল, তাদের প্রার্থী জেতার মতো অবস্থানে আছেন। তবে শেষ পর্যন্ত তিনি জামানত হারিয়েছেন।

সিলেটে জামায়াতের প্রার্থীকে বসিয়ে দিতে বিএনপি চেষ্টা করেছে আপ্রাণ। এর অংশ হিসেবে গত ৪ জুলাই হয় জোটের বৈঠক। আর এই বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, তিন সিটিতে জোটের একক প্রার্থীই থাকবে। আর ফখরুলের বক্তব্যের ইঙ্গিতটা ছিল এ রকম যে, জামায়াত তার প্রার্থী তুলে দেবে।

কিন্তু সেই রাতে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সিলেটে জামায়াতের প্রার্থী থাকবে। বিবৃতির ভাষাটাও ছিল ফখরুলের জন্য অস্বস্তিকর।

জামায়াত নেতা আবদুল হালিমের পক্ষ থেকে ওই বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কোন কোন মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম আজ ৪ জুলাই নিন্মোক্ত বিবৃতি প্রদান করেন…’

‘বিএনপির গুলশান অফিসে ২০-দলীয় জোটের বৈঠকে আমি উপস্থিত ছিলাম। কতিপয় মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর রিপোর্টে আমি বিস্ময় প্রকাশ করছি।’

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রয়েছেন। এতে বিভ্রান্তির কোন অবকাশ নেই।’

আর এক মাস তিন দিন পর জোটের বৈঠকে জামায়াতের বিবৃতি দেয়া নেতা হালিমই প্রতিনিধিত্ব করেন দলটির।

পরে সেই বিবৃতির প্রসঙ্গ তোলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘আমি সবসময় আপ্রাণ চেষ্টা করছি জোটের ঐক্য ধরে রাখতে। আর আপনারা আমার নাম জড়িয়ে যে বিবৃতি দিয়েছেন তাতে আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্ধ। আমি কষ্ট পেয়েছি। আপনাদের কাছ থেকে এমনটা আশা করিনি।’

এ সময় জামায়াত নেতা হালিম বলেন, ‘বিষয়টি এমনটা হয়নি।’ তখন মহাসচিব বলেন, ‘ঠিক আছে তাহলে আপনি আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন, আমিও যেসব পত্রিকায় খবর এসেছে সেটা নিয়ে আসব।’

এর আগে জোটের বৈঠকেও জামায়াতের প্রতিনিধিকে কটাক্ষের মধ্যে পড়তে হয়। জামায়াত দাবি করেছিল, সিলেটে নিদেনপক্ষে তাদের ৪০ হাজার ভোট আছে। অথচ জামায়াত নেতা জুবায়ের পেয়েছেন ১০ হাজার ৯৫৪টি।

জোটের একজন নেতা জামায়াত নেতা হালিমকে বলেন, ‘কই গেলো ৪০ হাজার ভোট?’

সুত্র: ঢাকাটাইমস
সিলেটভিউ২৪ডটকম/০৮ আগস্ট ২০১৮/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন