আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে মৃতরা যেন ভোট না দেন: আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৮ ১৭:৪১:৫৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ৩০ জুলাইয়ের নির্বাচনে অনেক মৃত ভোটাররাও ভোট প্রদান করেছেন। আগামী ১১ আগস্ট অনুষ্ঠিতব্য স্থগিত কেন্দ্রসমূহে যেন কোন মৃত ভোটার ভোট না দেন। আমরা নির্বাচন কমিশনকে সেই তালিকা দিতে এসেছি। দু’টি ওয়ার্ডের দু’টি কেন্দ্রের তিন শতাধিক ভোটারের নাম ও ভোটার নাম্বার এই তালিকাতে রয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩ টায় দু’টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের প্রবাসে থাকা ও মৃত ভোটারদের নাম ও ভোটার নাম্বার সংযুক্ত করে একটি আবেদনপত্র নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছুটে যান বিএনপি মনোনীত মেয়রপদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। সে সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি তিন শতাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লেখা একটি আবেদন পত্র সিটি নির্বাচনের রিটানির্ং কর্মকর্তার বরাবরে প্রদান করেন। এসময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন।

আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সিসিকের স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২২১ ভোটারের মধ্যে মারা গেছেন ৮০ জন ও বিদেশে আছেন ৮০ জন।  অন্যদিকে স্থগিত হওয়া হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সখ্যা ২৫৬৬। এর মধ্যে মারা গেছেন, ৮০ জন ও বিশ্বের বিভিন্ন দেশে আছেন ৮০ জন। ওয়ার্ড ছেড়ে চলে গেছেন অন্তত আরো ২৫/৩০জন।

সিলেটভিউ২৪ডটকম/০৮ আগস্ট ২০১৮/এএইচ/ এমইউএ



@

শেয়ার করুন

আপনার মতামত দিন