Sylhet View 24 PRINT

সিলেটে প্রায় কোটি টাকার ইয়াবাসহ যুবক র‌্যাবের খাঁচায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ১২:৩০:০২

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ থেকে প্রায় কোটি টাকার ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯, সদস্যরা।

তার নাম মো. শামীম আহম্মেদ (৩২)। সে খলাছড়া ইউনিয়নের মাদার খাল গ্রামের আব্দুল করিমের পুত্র।

বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে জকিগঞ্জ থানার মাছুমবাজারে অভিযান চালায়।

এসময় গুরুসদয় স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে শামীমকে আটক করা হয়।

সে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার অপর দুই সঙ্গী অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়।

তারা হলো মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের মৃত মছরদ্দর আলীর পুত্র পারবান হোসেন (৩২) ও জকিগঞ্জের মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র  শাহাব উদ্দিন (৪৫)।

আটকের পর শামীমের শরীর তল্লাশী করে মাদক বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার ৭শ’ টাকা ও ১৮ হাজার ৩শ’ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৯১ লাখ ৮২ হাজার ৫শ টাকা বলে দাবি করেছে র‌্যাব ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেটভিউকে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটককৃত শামীম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটককৃত শামীমকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সিলেটভিউ২৪ডটকম/৯ আগস্ট ২০১৮/এমজেড/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.