Sylhet View 24 PRINT

প্রতিবন্ধীকে শিকল দিয়ে বেধে নির্যাতন, ফেইসবুকে ভিডিও ভাইরাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ১৭:৪৫:৫৯

মো. হানিফ, জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে শারীরিক প্রতিবন্ধীকে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের এক পর্যায়ে তাকে শিকল দিয়ে গাছের সাথে তালা মেরে বেধে রাখা হয়। শারীরিক প্রতিবন্ধী মো. আমিন উদ্দিনকে (৩২) জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমিনকে ভর্তি করা হয়েছে। বুধবার জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রামের এ ঘটনাটি ঘটে।

প্রতিবন্ধীকে অমানবিক নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

প্রতিবন্ধীকে আমিন উদ্দিনকে নির্যাতনকারী তার সৎ মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

নির্যাতনের এমন দৃশ্য দেখে উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রাম হতে আমিন উদ্দিনের চাচা সামসুদ্দিনের সহযোগিতায় আমিন উদ্দিনকে উদ্ধার করে উপজেলা সমাজসেবা অফিসার একেএম আজাদ ভূইয়া।

পরে সমাজসেবা অফিসারের তত্তাবধানে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমিনকে ভর্তি কর হয়। এদিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই তাজুল ইসলাম খারুবিল গ্রামের নিজবাড়ী হতে নির্যাতনকারী সৎ মা ও বাবা কে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে।

আটককৃতরা হল জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রামের কালা মিয়ার ছেলে আজির উদ্দিন (৬০), আজির উদ্দিনের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। এদিকে আমিন উদ্দিনের মামা নুরুল হক বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির বলেন, ‘ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পর আমরা স্বউদ্যেগে নির্যাতনকারীদের গ্রেফতার করি। অভিযোগ পাওয়ার পর পর আইন মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করা হবে।’

অপরদিকে নির্যাতিত প্রতিবন্ধীকে মো. আমিন উদ্দিন উদ্ধারের খবর পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত প্রতিবন্ধীর খোঁজ খবর নিতে ছুটে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্ভ্রট, মো. এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, মো. আব্দুর রশিদ, মো. আমিনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলির, সমাজসেবা কর্মকর্তা আলতাফুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। তারা আমিন উদ্দিনের সুচিকিৎসার জন্য কোন প্রকার ত্রুটি না হয় সে জন্য আবাসিক মেডিকেল অফিসারকে তদরকির নির্দেশ দেন।

আমিন উদ্দিনের যাবতীয় চিকিৎসার ব্যায়ভার গ্রহন করেছে জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

সিলেটভিউ২৪ডটকম/০৯ আগস্ট ২০১৮/মোহা/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.