আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুর গালর্স হাই স্কুলে ৫জন শিক্ষক প্রদানের দাবী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ১৯:৪৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর সরকারি গালর্স হাই স্কুল অভিভাবক কমিটির এক সভা বুধবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কুল অভিভাবক কমিটির সভাপতি মো. সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুলের সহকারি শিক্ষক মো. জামাল উদ্দিন, জয়ন্ত কুমার দে, কমিটির সদস্য আব্দুল জব্বার, আকেলা বেগম, আলমগীর হোসেন, অভিভাবক সফিকুর রহমান লিলু, মো. হাবিল মিয়া প্রমুখ।

সভায় ঐতিহ্যবাহী জগন্নাথপুর সরকারি গালর্স হাইস্কুলের শিক্ষার মান বৃদ্ধিকল্পে শিক্ষকদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে সানোয়ার হাসান সুনু বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ছাত্রীদের লেখাপড়া মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। ছাত্রীদের সুষ্টু লেখাপড়ার স্বার্থে অবিলম্বে বিজ্ঞান ও অংকের শিক্ষকসহ ৫ জন শিক্ষক প্রদানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/০৯ আগস্ট ২০১৮/এসএইচএস/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন