আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ২০:২৮:১৪

সিলেট :: জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেট নগরী মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড‘র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শ্রাবণী দে এনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেন প্রাকৃতিক গ্যাস তথা সকল ক্ষেত্রে জ্বালানি ব্যবহারের আমাদেরকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: লুৎফর রহমান, মহাব্যবস্থাপক পরিকল্পনা ও কোম্পানির সচিব প্রকৌশলী জসিম উদ্দিন আহমদ, সহকারি ব্যবস্থাপক (কারিগরী) মো: আমিনুল ইসলাম, সিলেট গ্যান ফিল্ডস লিমিটেড‘র মহা ব্যবস্থাপক (এল পিএম) প্রকৌশলী রওনাকুল ইসলাম, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লি: এর মহা ব্যবস্থাপক ( কন্সট্রাকশন) প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল আহসান চৌধুরী, সিলেট গ্যাস ফিল্ডস লি:এর অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ.

এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস কর্মচারীলীগ (সিবিএ-১৬৯০)এর সভাপতি মুরুলী সিংহ, সিলেট গ্যাস ফিল্ডস লি: কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিয়া প্রমুখ। জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লি:এর ইমাম আলহাজ্ব কারী মাওলানা মো: আকমল হোসেনের পবিত্র কোরআন তৈলাওয়াত‘র মাধ্যামে অনুষ্ঠান শুরুতে জাতির পিতা ও অন্যান্য সকল শহীদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা এবং বিশেষ মোনাজাত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/০৯ আগস্ট ২০১৮/এসএ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন