আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় ‘স্মৃতির স্রোতে যমুনা বহে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ২০:৩০:৪৫

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা থানার অফিসার ইনচার্জ কবি মুহাম্মদ সহিদুর রহমানের রচিত ‘স্মৃতির স্রোতে যমুনা বহে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ আগস্ট) বিকেলে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজুল ইসলাম। সঞ্চালনা করেন বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন। এতে প্রধান আলোচক ছিলেন জুড়ী টিএনখানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কাব্যগ্রন্থের রচয়িতা মুহাম্মদ সহিদুর রহমান, উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মোস্তফা সেলিম, কবি মুহাম্মদ সহিদুর রহমানের সহধর্মিণী উম্মে কুলসুম হেপী, সাগরনাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সম্পাদক গোপাল দত্ত, প্রভাষক জসিম উদ্দিন। কবিতা আবৃত্তি করেন শিক্ষক রশিদ আহমদ খান, কবি মৃণাল কান্তি দাস, ছড়াকার সাংবাদিক লুৎফুর রহমান, শিক্ষার্থী অহনা, শাহিদ, ফারিয়া শবনম ও নুসরাত জাহান বুশরা।   

সিলেটভিউ২৪ডটকম/০৯ আগস্ট ২০১৮/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন