Sylhet View 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ২২:০৭:৩৬

সিলেট :: আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রে অনুমোদন ও সাংবিধানিক স্বীকৃতির দাবী জানিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার পোড়াবাড়ী (ইসলামপুর) শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি প্রান্ত রিছিল এর সভাপতিত্বে ও মিলন উরাং এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মারিয়ান চৌধুরী মাম্মী, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সারথী উরাং। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি দানেস সাংমা, ছাত্র মৈত্রী টিলাগড় শাখার আহবায়ক সিদ্দিকুর রহমান বিলাল।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ পূর্বাচরণ গঞ্জু। গীতা পাঠ করেন আলোমনি গঞ্জু।

কমরেড সিকান্দর আলী বলেন, আদিবাসীদের অধিকার কোন বিচ্ছিন্ন দাবী নয়, এটি মানবাধিকার। আদিবাসীদের ভ‚মিখেকোদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। স্বাধীনতা যুদ্ধকালীন সময় দেশের যে সকল আদিবাসী প্রাণ বাঁচাতে ভারত গিয়েছিল, তাদের ভ‚মিগুলো একশ্রেণির ভ‚মিখেকোরা গ্রাস করার চেষ্টা করছে। তারা ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠির উপর অন্যায়, অবিচার করে। যার ফলে আদিবাসীগণ আজ ভ‚মিহীন হয়ে কষ্ট করে জীবন যাপন করছেন।

আদিবাসী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সিলেটভিউ/৯ আগস্ট ২০১৮/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.