আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে চোরাই গরু বহনকারী পিকআপসহ ৩ চোর আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ২২:০৮:২১

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ৩টি চোরাই গরু ও পিকআপসহ ৩ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন জনতা।

বুধবার দিবাগত রাতে বিশ্বনাথ-দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তি বিশ্বনাথ-রশিদপুর সড়ক থেকে ৩টি গরু পিকআপে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ও ৩ চোরকে আটক করেন জনতা। এরপর গরু চোর আটকের সংবাদ থানা পুলিশকে দেওয়া হলে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে চোরাই গরু, গরু বহনকারী পিকআপ (ঢাকা মেট্টো-ন ১৫-০৮৫৫) ও আটক ৩ চোরকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় বিশ্বনাথের কৃষানী আছারুন নেছা বাদি হয়ে থানায় গরু চুরির মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হল- কুলাউড়া থানার দানাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র পিকআপ চালক আবু তাহের (৩৯), বিশ্বনাথ উপজেলার চাঁন্দশিরকাপন গ্রামের মৃত আবদুল্লাহর পুত্র পিকআপ চালক সফজুল ইসলাম (৩৮), ভোগশাইল গ্রামের আবদুর নুরের পুত্র দুলাল আহমদ (৩৩)। কে আটক করা হয়। অভিযানের সময় গরু চোর দলের সদস্য উপজেলা সরুয়ালা গ্রামের মৃত জমসেদ আলীর পুত্র হিরা মিয়া (৩৮) পালিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত সিদ্দেক আলীর স্ত্রী কৃষাণী আছারুন নেছার ৩টি গরু চুরি হয়। এর পর থেকে তিনি চারিদিকে গরুর সন্ধান খুঁজতে বের হন। এর এক পর্যায়ে বুধবার মধ্য রাতেই স্থানীয় জনতা বিশ্বনাথ-রশিদপুর সড়কে ৩টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ চোরদলকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।

সিলেটভিউ/৯ আগস্ট ২০১৮/পিবিএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন