আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শনিবার ছাতকের যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৯ ২২:৫৯:২৯

ছাতক প্রতিনিধি :: ছাতকের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় টানা ৮ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘোষনা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।  বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়. ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৩/১১কেভি উপ কেন্দ্রের মেরামত ও সংরক্ষণ এবং ১১কেভি সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছ-পালার ডাল-পালা কর্তনে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা আবশ্যক।

গাছের ডাল-পালা কর্তন কার্যক্রম চলাকালে আগামী শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ, ইউএনও অফিস, ছাতক পৌরসভা, সংসদ সদস্যের বাসভবন, ছাতক বাজার, হাসপাতাল রোড, ছাতকহাসপাতাল, ফায়ার সার্ভিস, ছাতক রেলওয়ে ষ্টেশন এলাকা, ছাতক ডিগ্রি কলেজ ও সংলগ্ন এলাকা, বাগবাড়ি, নোয়ারাই, কালারুকা, চেচান, চৌকা, জাউয়াবাজার এবং দোয়ারা উপজেলার টেংরাটিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ সম্পাদন তরান্বিত হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/০৯ আগস্ট ২০১৮/এমএ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন