আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে নির্বাচন নিয়ে দুই মন্ত্রীকে দোষলেন সুনামগঞ্জের মতিউর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১০ ১৪:৪৩:১১

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর খারাপ ফলাফল নিয়ে কথা বলেছেন।

তিনি বলেছেন- ‘সিলেটের আওয়ামী লীগ এখন মুরব্বিহীন। আব্দুস সামাদ আজাদ থাকাকালীন সময়ে সিলেটের আওয়ামী লীগ ছিল চাঙ্গা ও সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। কিন্তু এখন আর সেই অবস্থায় নেই।’

সিলেট সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,‘আবুল মাল আব্দুল মুহিত ও নুরুল ইসলাম নাহিদ মন্ত্রী হয়েছেন ঠিক, কিন্তু তারা আওয়ামী লীগের রাজনীতি করেন নি। মুহিত সাহেব আমলা ছিলেন, নাহিদ সাহেব অন্য দল করতেন। রাজনীতিতে তাঁরা অভিজ্ঞ নয়। তাঁরা আওয়ামী লীগের প্রকৃত রাজনীতি করলে সিলেট সিটি নির্বাচনের ফলাফল এমন হত না।’

সিলেটভিউ২৪ডটকম/১০আগস্ট২০১৮/এসকে/এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন