আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেট ছাত্রদল নেতা খুন নিয়ে যা বললেন খন্দকার মুক্তাদির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১২ ১৯:৫৪:১৫

সিলেট :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

গতকালকের হামলার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সমসাময়িককালে সারাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী সরকার জোর জবরদস্তি করে বিএনপির জয় ছিনিয়ে নিলেও সিলেটে বিএনপির বিজয় ঠেকাতে পারেনি আওয়ামী বাহিনী। সিলেটে সাধারণ জনগণকে সাথে নিয়ে  বিএনপি সিটি কর্পোরেশনে বিজয়লাভ করে। এই বিজয়ের তাৎপর্য ক্ষুন্ন করে ভিন্ন খাতে পরিস্থিতিকে প্রবাহিত করতে বিএনপির বিজয়ে হতাশ শক্তির মদদে এই অন্তর্ঘাতমূলক তৎপরাতা চালানো হয়েছে।

তিনি এরকম ন্যাক্ষারজনক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে অনুরোধ জানান।

তিনি নিহত রাজুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। এছাড়া তিনি জানিয়েছেন, হামলায় আহত অন্য দুই ছাত্রদল নেতার পাশে তিনিসহ বিএনপির নেতাকর্মীরা  থাকবেন। 

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন