Sylhet View 24 PRINT

সিলেটে ছাত্রদল নেতা হত্যায় ছাত্রলীগের ১৬ জন খালাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৩ ১৮:২৬:২৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তাওহীদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

সোমবার দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বেগম মমিনুন নেসা এ রায় ঘোষণা করেন।

মামলায় খালাসপ্রাপ্ত ১৬ জন হলেন যথাক্রমে ছাত্রলীগ নেতা মো. মুশফিকুজ্জামান আকন্দ রাফি, হাফিজুর রহমান, ফারহান আনজুম নিশাত পাঠান, অন্তরদীপ ওরফে অনন্ত, কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে ওরফে শাওন, সাধারণ সম্পাদক সাইফুল হাই, আবু সালাহ মো. ফাহিম, শরিফুল ইসলাম খান, মো. জুবায়ের ইবনে খায়ের ওরফে জুবায়ের, জহুর রায়হান রিপন, এটিএম তামজিদুল ইসলাম সজল ওরফে সজয়, মো. সারওয়ার হোসেন টুটুল, মো. ওয়াহিদুর রহমান খান, মো. আরিফুর রহমান চৌধুরী, মো. আফজালুল আলম আফজাল ও আশিষ কুমার শীল।
উক্ত মামলায় ২০১৫ সালের ১৫ অক্টোবর চার্জশিট আদালতে দাখিল করা হয়। ২০১৬ সালের ৩১ অক্টোবর চার্জগঠন করা হয়। এ মামলায় ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মাসুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ জুন রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাওহীদকে ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নং কক্ষে পিটিয়ে মারাত্মক আহত করে কতিপয় সিওমেক ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ওসমানী হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ছাত্রলীগের ২০ নেতা-কর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন নিহত তাওহীদের চাচা আনোয়ার হোসেন। মামলা নং {মামলা নং-০৪(০৬)১৪}।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৮/শাদিআচৌ/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.