Sylhet View 24 PRINT

ওসমানীতে মহিলার পেট থেকে বেরোলো স্বর্ণের বার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৩ ১৯:২৯:০৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াসমিন সুলতানা নামের এক মহিলা যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টসম কর্মকর্তা এনামুল হক সরকার সিলেটভিউকে জানান, ইয়াসমিন সুলতানা (৩৫) নামের ওই মহিলা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড ৫৯৬) দুবাই থেকে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার পেট থেকে ১০টি স্বর্ণের বার বের করা হয়েছে। এছাড়া তার স্যান্ডেলের মধ্যেও ১৪টি স্বর্ণের বার পাওয়া গেছে। সবমিলিয়ে তার কাছ থেকে ২৪টি স্বর্ণের বার পাওয়া গেছে।

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটভিউকে জানান, ইয়াসমিন সুলতানার গ্রামের বাড়ি চাঁদপুরে। তবে ঢাকার মিরপুর এলাকায় বর্তমানে থাকেন তিনি।

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৭৭৬ গ্রাম এবং এগুলো আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৮/পিডি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.